মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

ছাগলের চামড়ার দাম ১০ টাকা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

ছাগলের চামড়ার দাম ১০ টাকা!

কোরবানিকে সামনে রেখে মাঝারি আকারের একেকটি ছাগল বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। ছোট আকারের ছাগল কিনতেও গুনতে হয়েছে ৮ থেকে ১২ হাজার টাকা। কিন্তু চামড়ার বাজারে ছাগল ছোট হোক কিংবা বড়, কোনো দাম নেই। মাত্র ১০ টাকায়ও কেউ কিনতে চায় না ছাগলের চামড়া।

সোমবার (১৭ জুন) ঈদের দিন দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত এলাকায় পোস্তায় এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


এদিন বিকালে রিকশাচালক আব্দুল হামিদকে (৬৫) একজন ছাগলের একটি চামড়া দেন। তিনি সেটি বিক্রি করতে আসেন পোস্তায়। একে একে ছয় আড়তদারের কাছে যান তিনি। কিন্তু কেউ তার নিয়ে আসা ছাগলের চামড়াটি কিনতে আগ্রহ দেখায়নি। এমনকি চামড়াটি কেউ দেখতেও চায়নি। শেষমেশ একজন আগ্রহ দেখালে চামড়াটি মাত্র ১০ টাকায় বিক্রি করে যান আব্দুল হামিদ।

goat-skin1

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে এই রিকশাচালক বলেন, ‘আমার রিকশার এক যাত্রী চামড়াটা দিয়েছে। বিক্রি করতে পোস্তায় নিয়ে এসেছি। কিন্তু কেউ কিনতে চায় না। ছাগলের চামড়ার নাকি দাম নাই। পরে ১০ টাকা দিলো একজন।’

শুধুমাত্র হামিদ নয়। ৬টি ছাগলের চামড়া মাত্র ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে দুইজনকে। তাদের একজন মো. রায়হান। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা কিনা আনি নাই। মানুষ দিছে। বিক্রি করতে আনছিলাম। দাম নাই। ৬ টা চামড়া ৫০ টাকা দিল।’


বিজ্ঞাপন


ছাগলের চামড়ার দাম নেই কেন —এমন প্রশ্নের ব্যাখ্যা দিলেন ছাগলের চামড়ার আড়ৎদার মো. শাহজাহান। বলেন, ‘আগে একেকটা ছাগলের চামড়া ১০০/১৫০ টাকায় বিক্রি হতো। কিন্তু এখন কোনো দাম নেই। কেউ কেনে না। ভালো মানের চামড়া হলে ৫ থেকে ১০ টাকা দিয়ে কিনি। এরপর সেটাকে লবণ দিয়ে প্রসেস করে অল্প দামে বিক্রি করি।’

goat-skin2

তবে এর পেছনেও দেখা গেছে কারসাজি। পোস্তার ব্যবসায়ীদের কর্মকাণ্ড অনুসরণ করে দেখায়, ১০ টাকা দরে ছাগলের চামড়া কেনা অধিকাংশ ব্যক্তিই আড়ৎদার নয়। তারা কিনে রাখা ছাগলের চামড়ার প্রক্রিয়া করা হয় তাৎক্ষণিক। যেখানে চামড়া কেনা হচ্ছে সেখানেই চামড়া থেকে মাংস ছাড়িয়ে নেয়া হচ্ছে। টুকরো মাংস ছাড়িয়ে নেয়ার পর তা আবার বিক্রি হয় আড়তে। সেক্ষেত্রে মাংসহীন মাঝারি আকারের একেকটি চামড়া বিক্রি হয় ৩৫ টাকায়। অর্থাৎ শুধু মাংস ছাড়িয়ে একেকটি ছাগলের চামড়ায় লাভ ২৫ টাকা। 

৩৫ টাকায় যারা ছাগলের চামড়া কিনছেন, তারা তাতে লবণ প্রয়োগ করছেন। এরপর তা আবার বিক্রি হবে ৭০ থেকে ৯০ টাকায়। 

কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর