রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাংবাদিকদের বয়কটের ঘোষণায় সংবাদ সম্মেলনে ‘চুপ’ গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকদের বয়কটের ঘোষণায় সংবাদ সম্মেলনে ‘চুপ’ গভর্নর
সংবাদ সম্মেলনে চুপ ছিলেন গভর্নর। ছবি: সংগৃহীত

সাধারণত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ব্যাংকখাত সংশ্লিষ্ট, মূল্যস্ফীতিসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে থাকেন তিনি। তবে এবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার ও অবাধ তথ্যপ্রবাহ প্রকা‌শে বাধার প্রতিবা‌দে বা‌জেটোত্তর সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদা‌রকে বয়কটের ঘোষণা দেন অর্থনী‌তি বি‌টের সাংবা‌দিকরা। এতে পুরো সংবাদ সম্মেলনে চুপ ছিলেন তিনি।

শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ক‌রেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।


বিজ্ঞাপন


উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খানম, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশ্নোত্তর প‌র্বের শুরু‌তেই অর্থনী‌তির সাংবা‌দিকদের প‌ক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ ক‌রে রে‌খে‌ছেন। অমরা এ নি‌ষেধাজ্ঞা প্রত্যাহা‌রের দা‌বি জানালেও গভর্নর মা‌নে‌ননি। এজন্য আজ‌ গভর্নরের বক্ত‌ব্য আমরা বয়কট কর‌ব।

আরও পড়ুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বেনজীরের অবৈধ সম্পদ প্রসঙ্গ

এসময় বেশ অস্ব‌স্তিতে প‌ড়ে যান গভর্নর। অর্থমন্ত্রী‌কে তিনি ইশারা দিয়ে বলেন বক্তব্য রাখবেন না। পুরো সংবাদ সম্মেলনজুড়েই তিনি আর মুখ খোলেননি।


বিজ্ঞাপন


প‌রে মূল্যস্ফীতি, খেলা‌পি ঋণ, অর্থপাচারসহ ব্যাংক খা‌ত নি‌য়ে সংবা‌দিক‌দের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী নওফেল, অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর