রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০০ গ্রামের বেশি আনা যাবে না ২২ ক্যারেট সোনা, ২৪ ক্যারেটে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

বাড়ল স্বর্ণের দাম

দেশের বাইরে থেকে ২২ ক্যারেটের সোনা সর্বোচ্চ ১০০ গ্রাম পর্যন্ত নিয়ে আসতে পারবেন একজন যাত্রী। ২৪ ক্যারেটের সোনা আনার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেটে এই প্রস্তাব করেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।


বিজ্ঞাপন


প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ব্যাগেজ রুলে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

দেশের বাইরে থেকে ২৪ ক্যারেটের সোনা আনা বন্ধের প্রস্তাব করা হয়েছে বাজেটে। ২২ ক্যারেট বা তার চেয়ে কম ক্যারেটের ক্ষেত্রে ১০০ গ্রাম পর্যন্ত নিয়ে আসতে পারবেন একজন যাত্রী।

এছাড়া ১২ বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালঙ্কার, স্বর্ণবার, মদ-সিগারেট আনতে পারবে না।

অন্যদিকে, যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে।


বিজ্ঞাপন


কারই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর