শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ক্ষেতলালের আলমপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০১:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটের ক্ষেতলাল  উপজেলার আলমপুর  ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ কোটি ৪০ লাখ ৮৯  হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে আলমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত এই বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল  উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফতাবুজ্জান আল ইমরান।

এ সময় ইউপি সচিব নুরুল ইসলাম, আলমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবলু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

এ অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও এলাকার গণমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন