শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

একীভূত নিয়ে যা বললেন এক্সিম ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

একীভূত নিয়ে যা বললেন এক্সিম ব্যাংকের এমডি
এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। ছবি: ঢাকা মেইল

শুরু থেকে সোনালী ব্যাংকের সঙ্গে কথা শোনা গেলেও অবশেষে বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক। এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন ফিরোজ হোসেন। এসময় একীভূতকরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে। আজকে এ বিষয়ে মিটিং হবে। আশা করছি মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। একীভূত হয়ে যাবে। মিটিংয়ের পরেই আপনারা জানতে পারবেন।


বিজ্ঞাপন


এদিকে, এক্সিম ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান, আপাতত পদ্মা ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পরে জানতে পারবেন।

exim1
এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। ছবি: ঢাকা মেইল

পদ্মা ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতাম সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে। আজ আমিও শুনতেছি এক্সিম ব্যাংকের কথা। শিগগিরই বিষয়টি পরিষ্কার হবে।


বিজ্ঞাপন


এর আগে, গত মঙ্গলবার একীভূত বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, আগামী এক বছরে বেশ কয়েকটি ব্যাংক মার্জারের (একীভূত) পরিকল্পনা রয়েছে। মার্জারের বিশ্বব্যাপী প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্বতাও থাকবে মার্জারের ক্ষেত্রে। এখানে দুর্বল ব্যাংক সবল ব্যাংক হতে পারে, আবার সবল ব্যাংক আরও সবল ব্যাংক হতে পারে।

টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর