# প্যাকেটের তুলনায় খোলা চিনির দাম বেশি
# পাইকারি বাজারে মিলছে না চিনি কেনার রশিদ
# প্যাকেটজাত চিনি কোথাও আছে, কোথাও নেই
# দাম বাড়ার কারণ জানেন না ব্যবসায়ীরা
শিল্প মন্ত্রণালয় থেকে চিনির দাম বেধে দেওয়া হয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ১৪০ টাকা। কিন্তু খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে বাড়তি দামে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাজারে প্রতি কেজি চিনির দাম দেখা গেছে প্রতিকেজি ১৫০ টাকা। যা সরকার নির্ধারিত দামের তুলনায় কেজিতে ১০ টাকা বেশি।
দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মুখ খুলতে রাজী হননি পাইকারি ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি বিক্রেতাদের কাছে চিনির বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে কেউ সরাসরি কোনো জবাব দেননি।
গণমাধ্যমকর্মী পরিচয়ে চিনির দামের অবস্থা জানতে চাইলে এক দোকানি বলেন, 'চিনি নাই।'
অথচ তারা চিনি বিক্রি করছেন। কৃষি মার্কেট থেকে পাইকারি দামে কিনে পাড়া-মহল্লার দোকানে যারা খুচরা দামে বিক্রি করছেন, তারা জানিয়েছেন ভিন্ন তথ্য।
বিজ্ঞাপন
পরিচয় প্রকাশ না করার শর্তে শেখেরটেক এলাকায় একজন মুদি ব্যবসায়ী ঢাকা মেইলকে বলেন, কোম্পানি আমাদের চিনি দেয় না। তাদের কাছে নাই। আমরা কৃষি মার্কেট থেকে নিয়ে বিক্রি করি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, তারা আমাদের যে মেমো দেন, তাতে চিনির দাম উল্লেখ থাকে, চিনি উল্লেখ থাকে না। অন্য জিনিসের নামে বা বকেয়া নামে চিনির দাম মেমো করে।
সূত্র জানিয়েছে, পাইকারি বাজারটিতে প্রতি কেজি চিনির দাম ১৩৭-১৩৮ টাকা।
এদিকে, মোহাম্মদপুরের অন্তত দুই ডজন মুদি দোকান ঘুরেও প্যাকেটজাত চিনির দেখা পাওয়া যায়নি। সব দোকানেই খোলা চিনি। অথচ সুপারশপগুলোতে প্যাকেটজাত চিনি রয়েছে।
মুদি দোকানিদের ভাষ্য, প্যাকেটজাত চিনির 'সাপ্লাই কম'। মুদি ব্যবসায়ী ফরহাদ হোসেন ঢাকা মেইলকে বলেন, আমাদের জন্য সাপ্লাই কম। সুপার শপে সাপ্লাই ঠিক থাকে।
তিনি জানান, খোলা চিনির তুলনায় প্যাকেটজাত চিনির দাম কম। ফ্রেস, নাম্বার ওয়ানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এক কেজি ওজনের প্যাকেটজাত চিনির খুচরা দাম ১৪৪ টাকা।
প্রসঙ্গত, চিনির দামের টালমাটাল অবস্থার মধ্যে কেজিতে ২০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেছিলে শিল্প মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা পর সে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ১৪০ টাকা সর্বোচ্চ খুচরা মূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়।
তবে রাজধানীর বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আগে থেকে বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৪ টাকা বেশি দামে। খোলা চিনির দাম ১০ টাকা বেশি।
কারই/এমএইচএম

