সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গার্মেন্টস পণ্য পরিবহনে সিঙ্গাপুর বন্দরের সহযোগিতা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ এএম

শেয়ার করুন:

পোশাক পণ্য পরিবহনে সিঙ্গাপুর বন্দরের সহযোগিতা চায় বিজিএমইএ

বাংলাদেশি পোশাক পণ্যের দ্রুত ও নির্বিঘ্ন ট্রান্সশিপমেন্টের জন্য সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার পিএসএ ইন্টারন্যাশনাল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আলফ্রেড সিম এবং গ্রুপ বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট ভাইস প্রেসিডেন্ট লিম ওয়েই চিয়াং এর সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক আসিফ আশরাফ; বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়ারম্যান শামস মাহমুদ; জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসান এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর লুৎফুন নাহার শিপু প্রমুখ।

বৈঠকে সিঙ্গাপুর বন্দর দিয়ে বাংলাদেশি রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সিঙ্গাপুরের মধ্য দিয়ে বাংলাদেশি রফতানি পণ্য পরিবহনের জন্য নির্বিঘ্ন ও দ্রুত সেবার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেন। তিনি পিএসএ ইন্টারন্যাশনালকে বাংলাদেশে তাদের পরিষেবা সম্প্রসারণ এবং স্বল্পতম সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক মূল্যে বন্দর পরিষেবা প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্যও অনুরোধ জানান।

পিএসএ ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা ও বন্দরের কার্যক্রমের অভিজ্ঞতা অর্জনের জন্য বিজিএমইএ প্রতিনিধিদল সিঙ্গাপুর বন্দর পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


আলফ্রেড সিম এবং লিম ওয়েই চিয়াং পরিদর্শনের জন্য বিজিএমইএ প্রতিনিধিদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশি রফতানি পণ্যের দ্রুত ও নির্বিঘ্ন ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া নিশ্চিত করতে পিএসএ ইন্টারন্যাশনালের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন।

উল্লেখ্য, পিএসএ ইন্টারন্যাশনাল লিমিটেড, পোর্ট অপারেশন এবং লজিস্টিকসে একটি বৈশ্বিক নেতৃস্থানীয় সংস্থা।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর