শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

কিছুটা কমে সবজি, অস্বস্তি আলু-মাছ-মাংসে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৩১ এএম

শেয়ার করুন:

কিছুটা কমে সবজি, অস্বস্তি আলু-মাছ-মাংসে

বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। ফলে কিছুটা কমেছে সবজির দাম। দাম কমতে শুরু করেছে পেঁয়াজেরও। তবে ভরা মৌসুমেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু। বাড়তি দাম মাছ-মাংসের।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, ফুলকপি ৪০-৫০ পিস, বাধাকপি মাঝারি সাইজ ৪০-৫০টা, শিম ৭০-৮০ টমেটো ৬০-৭০, করলা ৮০-১০০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, ছোট সাইজের মিষ্টি কুমড়া একশ টাকার উপরে, গাজর ৬০-৭০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১০-২০ টাকা বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে।


বিজ্ঞাপন


এদিকে শাকের মধ্যে সরিষা শাক আঁটি ১৫ টাকা, পালং শাক ১৫-২০ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মূলা শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০, লাল শাক ১৫ টাকা, বথুয়া শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারে দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

যাত্রাবাড়ী বাজারের সবজি বিক্রেতা মজনু বলেন, দাম যখন যেমন কিনি তেমন বেচি। কুয়াশার কারণে গাড়ি কম এসেছে এজন্য কয়দিন বাজারের মালামাল কম ছিল। তাই দামও একটু বেশি ছিল। আবহাওয়া ভালো হলে আরেকটু কমতে পারে।

অপরদিকে অস্বস্তি রয়েই গেছে মাছ-মাংসের বাজারে। ব্রয়লা মুরগী ২০০-২১০ টাকা, সোনালী ৩২০-৩৪০ টাকা। সপ্তাহ দুয়েক আগে অনেক জায়গায় ৬৫০ টাকা বিক্রি হওয়া গরুর মাংস এখন সব জায়গায় ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৩৫-১৪০ টাকা, ৫-১০ টাকা কমে সাদা ডিম। হাঁসের ডিম ৬০ টাকা হালি।


বিজ্ঞাপন


মাছের বাজারে তেলাপিয়া মাছের দাম প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকা। পাঙ্গাস ১৮০-২২০ টাকা। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়াও ৬০০ টাকার নিচে নেই পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছ। মাছ যত বড় তার দাম ততো বেশি দামে বিক্রি হচ্ছে। 

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর