শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বছরের প্রথম এলপিজির দাম ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ০৭:১১ এএম

শেয়ার করুন:

বছরের প্রথম এলপিজির দাম ঘোষণা আজ

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ।

মঙ্গলবার (২ জানুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করবে।


বিজ্ঞাপন


গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জানুয়ারি ২০২৪ মাসের সৌদি কন্টাক্ট প্রাইস (Saudi CP) অনুযায়ী জানুয়ারি ২০২৪ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি'র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ ২ জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার বিকাল বিকেল তিনটায় কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে। একইসঙ্গে জানুয়ারি মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি'র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে www.berc.org.bd আপলোড করা হবে।

 

আরও পড়ুন

বছরজুড়ে ‘সাতে-পাঁচে’ এলপি গ্যাস

এর আগে গত ৩ ডিসেম্বর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১৪০৪ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা তার আগের মাসে ১৩৮১ টাকায় বিক্রি হয়ে আসছিল।


বিজ্ঞাপন


 

২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি হিসেবে ধরা হবে। ফলে সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে।

এ ক্ষেত্রে অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর