সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে স্পেন-নেদারল্যান্ডসে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে স্পেন-নেদারল্যান্ডসে

চট্টগ্রাম বন্দর থেকে ইতালিতে সরাসরি পণ্য পরিবহন শুরুর পর এবার সরাসরি পণ্য যাবে স্পেন-নেদারল্যান্ডসে রটারড্যাম বন্দরেও। এ রুটে পণ্য পরিবহন জাহাজ চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান কমোডিটি সাপ্লাইজ এজি। 

আগামী মে মাসের শেষের দিকে তিনটি জাহাজে এই পণ্য পরিবহনসেবা শুরু হবে। 


বিজ্ঞাপন


সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান কমোডিটি সাপ্লাইজ এজির বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান। 

তিনি জানান, বর্তমানে ইউরোপে পণ্য পাঠাতে হলে ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর, কলম্বো হয়ে ঘুরে যেতে হয়। সরাসরি জাহাজ চলাচল হলে এসব বন্দর হয়ে যেতে হবে না। ফলে জাহাজের লিড টাইম কমে আসবে। আগে যেখানে স্পেন ও নেদারল্যান্ডসে পণ্য পৌঁছাতে সময় লাগতো ৩৫ থেকে ৪০ দিন। সরাসরি পণ্য পরিবহন শুরু হলে তা কমে ২০ থেকে ২২ দিনে চলে আসবে। ফলে পণ্য পরিবহনে খরচ কমে আসবে। পণ্য পরিবহনে এটা বিকল্প উপায়।  

তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ চট্টগ্রাম বন্দর থেকে ইতালিতে সরাসরি পণ্য পরিবহন শুরু হয়। এতে পণ্য পরিবহনে সময় লাগছে ১৮ থেকে ২০ দিন। সেই সাফল্যকে কাজে লাগিয়ে কমোডিটি সাপ্লাইজ এজি ইউরোপের আরও দুটি দেশে নতুন এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, তিনটি নতুন জাহাজ নামানোর সুবাদে চট্টগ্রাম থেকে কম সময়ে ও কম খরচে ইউরোপে রফতানি পণ্য পরিবহন  সহজ হবে। নতুন করে তিনটি জাহাজে পণ্য পরিবহন সেবা চালু হলে সবচেয়ে বেশি সুফল পাবে দেশের পোশাকখাত। 


বিজ্ঞাপন


তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী এ প্রসঙ্গে বলেন, স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি পণ্য পরিবহন শুরু হলে পোশাকখাতে ভালো একটি প্রভাব পড়বে। এর ফলে জাহাজের লিড টাইম কমে আসবে। উড়োজাহাজে পণ্য পরিবহনও কমে আসবে। 

তিনি বলেন, জাহাজের লিড টাইম কমার কারণে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা ভালো হবে। এছাড়া ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকেও টাইমিংয়ে আমরা অনেক এগিয়ে থাকব। এটাও আমাদের জন্য একটি সুযোগ। এর ফলে পণ্য পরিবহনে খরচ কমে যাবে। ব্যবসার মার্কেটও বৃদ্ধি পাবে।

নতুন জাহাজ সরাসরি চলাচল শুরু হলে ইউরোপের দেশগুলো থেকে শিল্পের যন্ত্রপাতি আর কাঁচামালও সহজে দেশে আনা যাবে বলেও মনে করেন বিজিএমইএর সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী।

ব্যবসায়ীদের তথ্যমতে, বর্তমানে দেশের প্রধান সমুদ্র বন্দর থেকে ইউরোপে পণ্য পাঠাতে হলে পণ্যবাহী কন্টেইনার প্রথমে ছোট আকারের জাহাজে করে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ে নিতে হয়। সেখান থেকে বড় জাহাজে করে ইউরোপে পণ্য পাঠাতে হয়। আর এভাবে পণ্য পাঠাতে বর্তমানে সময় লাগে ৩৫ থেকে ৪২ দিন। খরচ অনেক। স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি পণ্য পরিবহন শুরু হলে পোশাকখাতে ভালো একটি প্রভাব পড়বে। এর ফলে জাহাজের লিড টাইম কমে আসবে। উড়োজাহাজে পণ্য পরিবহনও কমে আসবে। 

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে স্পেনে রফতানি হয়েছে ২৩৮ কোটি ডলারেরও বেশি মূল্যের পণ্য। একই সময়ে নেদারল্যান্ডসে রফতানি হয়েছে ১৩১ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য। ইউরোপে রফতানি হওয়া পণ্যের সিংহভাগই তৈরি পোশাক। 

আইকে/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর