বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ধনী এলাকার সবজির দামও বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ এএম

শেয়ার করুন:

ধনী এলাকার সবজির দামও বেশি

দেশের একেক জেলায় উৎপাদন বিবেচনায় সবজির দাম কম-বেশি দেখা যায়। পণ্যের দাম ওঠা-নামা করে সরবরাহ বিবেচনায়ও। আবার রাজধানীতে এলাকা ভেদেও সবজির দামের তারতম্য দেখা গেছে। 

রাজধানীতে ধনীদের এলাকা হিসেবে বিবেচিত ধানমন্ডি। এ এলাকায় পণ্যের দামও যেনো একটু ভিন্ন। 


বিজ্ঞাপন


শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, ধরণভেদে শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। যদিও ধানমন্ডি থেকে খানিকটা দূরে রায়েরবাজারে এই শিমের দাম ৪০ থেকে ৫০ টাকা। 

ধানমন্ডি এলাকার সবজি বিক্রেতা মো. রাসেল জানান, এ দিন ফুলকপি ও বাধাকপি বিক্রি করছেন ৪০ টাকা পিস দরে। একই সময়ে মোহাম্মদপুর এলাকায় কপি বিক্রি হচ্ছে ১০ টাকা কমে।

মোহাম্মদপুর, হাজারীবাগের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা প্রায় সবজিতেই বেশি দেখা গেলো ধানমন্ডিতে।


বিজ্ঞাপন


এ এলাকায় কচুরমুখী কিনতে ক্রেতাকে কেজি প্রতি গুনতে হচ্ছে ১০০ টাকা। একই দাম করল্লা ও কচুরলতির। বরবটির কেজি ১২০ টাকা। 

শুক্রবার বাড়তি চাহিদা থাকে টমেটোর। ধানমন্ডি এলাকায় এক কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যদিও কাঁচা টমেটোর দাম এর অর্ধেক। 

এলাকাটিতে শালগম ৪০ টাকা, মূলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটল ৮০ টাকা, গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কলাকলার হালি ৪০ টাকা, ধনিয়া পাতার কেজি ২০০ টাকা, জাম আলু ১৪০ টাকা, বিটরুট ১৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর