বড় উৎস প্রবাসী আয়ে ভাটা পড়ায় ক্রমেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এতে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ কোটি ৪৭ লাখ ডলারে। যেখানে চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬২ কোটি মার্কিন ডলার কমেছিল। একই ধারা অব্যাহত রয়েছে পরের সাত দিনেও। এই সময়ে রিজার্ভ কমছে আরও ৩০ কোটি ডলার।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রিজার্ভ কমে ২ হাজার ১১৫ কোটি ডলারে দাঁড়ায়। যা গত ৩১ আগস্টেও ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলারে অবস্থান করছিল।
প্রবাসী আয় বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎসের মধ্যে একটি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা কমেছে। ফলে গত দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে প্রবাসী আয় কমেছে প্রায় সাড়ে ১৩ শতাংশ। এছাড়াও চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্ট সময়ের আমদানির দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করা হয়।
অন্যদিকে রিজার্ভ থেকে বাজারে ডলার বিক্রি করাও হচ্ছে। এ কারণেই মূলত রিজার্ভ কমেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/আইএইচ

