সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জ্বালানি তেল বিক্রয় কমিশন

৭ শতাংশ দাবির বিপরীতে নির্ধারণ হয়েছে ৪.৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ এএম

শেয়ার করুন:

৭ শতাংশ দাবির বিপরীতে নির্ধারণ হয়েছে ৪.৩৪ শতাংশ
প্রতীকী ছবি

জ্বালানি তেলের বিক্রির কমিশন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পেট্রোল পাম্প মালিকরা। তাদের দাবি ছিল সব ধরনের জ্বালানি তেলে কমিশন ৭ শতাংশ বাড়ানো। অবশেষে জ্বালানি তেল সরবরাহকারী ডিলার বা এজেন্টদের কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে সরকার। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী, প্রতি লিটার অকটেন বিক্রি করে ৪ দশমিক ২৮ শতাংশ (১০০ টাকার তেল বিক্রি করে ৪ টাকা ২৮ পয়সা), পেট্রোলে ৪ দশমিক ৩৪ শতাংশ, কেরোসিনে ২ শতাংশ এবং ডিজেলে ২ দশমিক ৮৫ শতাংশ কমিশন পাবেন ডিলার বা এজেন্টরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডিম আমদানি বন্ধের দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের (একাংশ) সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, নতুন কমিশন নির্ধারণে মুনাফা খুবই সামান্য হবে। এছাড়া কবে থেকে এই কমিশন কার্যকর হবে সেটাও গেজেটে উল্লেখ করা হয়নি। এটা একটা শুভংকরের ফাঁকি। এসব করে তেল ব্যবসায়ী আর সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে আমলারা।

তিনি বলেন, আমাদের দাবি ছিল ৭ শতাংশ করার। কিন্তু সরকার সেটি করেনি। নতুন গেজেট অনুযায়ী প্রতি লিটার অকটেন ও পেট্রোল বিক্রি করে আগের চেয়ে ৫০ পয়সা এবং ডিজেলে ২৮ পয়সা কমিশন বেশি পাবো। কিন্তু এটি খবুই সামান্য।

উল্লেখ্য, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ করে দেয় জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। ফলে ব্যাপক জনদুর্ভোগ বেড়ে যায়। এক দিনের মাথায় সরকারের আশ্বাসে শেষ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা।


বিজ্ঞাপন


টিএই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর