মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মূল্যস্ফীতির জন্য মুরগি ও ডিমই দায়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

মূল্যস্ফীতির জন্য মুরগি ও ডিমই দায়ী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগস্টে খাদ্য খাতে ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম। এরা প্রধান নায়ক ছিল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেড়েছে এটাকে এড্রেস করার চেষ্টা করব। আমরা শিগগিরই এটা কমানোর চেষ্টা করব।  

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, আমাদের যে বৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কায় যেমন এক লাফে উঠেছিল এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর