রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘তৈরি পোশাকের চেয়েও চামড়া খাত বেশি সম্ভাবনাময়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

‘তৈরি পোশাকের চেয়েও চামড়া খাত বেশি সম্ভাবনাময়’

তৈরি পোশাকের চেয়েও দেশের চামড়া খাত বেশি সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

রোববার (২৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'বাংলাদেশ ট্যানারিজ: টুওয়ারডস কমপ্লায়েন্স' শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।


বিজ্ঞাপন


বাণিজ্য সচিব বলেন, তৈরি পোশাক খাত দাঁড়িয়েছে। কিন্তু তার চেয়ে বেশি সম্ভাবনাময় হচ্ছে চামড়া খাত। তৈরি পোশাক খাতের জন্য কাঁচামাল হিসেবে বড় অংশ আমদানি করতে হয়। অন্যদিকে চামড়া খাতে কিছু কেমিক্যাল আমদানি করতে হয়। চামড়ার মতো এতো গুরুত্বপূর্ণ সম্পদ থাকার পরেও আমরা তা কাজে লাগাতে পারছি না।’

লেদার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার প্রস্তাব সরকারের মধ্যে আলোচনা চলছে জানিয়ে তপন কান্তি বলেন, সিইটিপির বিষয়টি পরিপালন করতে হবে। এর জন্য রফতানি বাজার বাধাগ্রস্ত হচ্ছে। বেপজা আগ্রহ দেখিয়েছে সিইটিপি আন্তর্জাতিক মানে উন্নীত করে দিতে। বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের সঙ্গে যৌথ আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টাটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আবু ইউসুফ প্রমুখ।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর