শ্রমিক নেতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করতে তার বাসায় গেলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুরে শহিদুলের বাসায় যান বিজিএমইএ সভাপতি। এসময় তিনি শহিদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার স্ত্রীর হাতে আর্থিক অনুদান তুলে দেন।
বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, ‘কোনো মৃত্যুই আসলে কাম্য নয়, ঘটনার সময় যারা উপস্থিত ছিল তাদের কথা অনুযায়ী আসামির নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই মামলার অধিকাংশ আসামিকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলছে, এ ঘটনায় যাতে নিহতের পরিবার সুষ্ঠু বিচার পায় তা নিশ্চিতে পাশে থাকবে বিজিএমইএ।’
বিজ্ঞাপন
নিহত শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের আজগর আলী আফরাদের ছেলে।
গত ২৫ জুন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ী এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় শ্রমিকদের পাওনা টাকা আদায়ে কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন শহিদুল। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার। পরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
টিএই/জেবি

