রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজারে বিক্রেতা কম, মাছ-সবজির দাম চড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

বাজারে বিক্রেতা কম, মাছ-সবজির দাম চড়া

ঈদুল আজহা পরবর্তী রাজধানীর বাজারে বিক্রেতার সংকট চরমে পৌঁছেছে। এতে সুযোগ নিচ্ছেন বাজারে উপস্থিত বিক্রেতারা। সবজি বিক্রি করছেন চড়া দামে। অজুহাত দিচ্ছেন সরবরাহ ঘাটতির।

শনিবার (১ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের জনতা বাজারে গিয়ে দেখা যায়, পুরো বাজারে সবজির দোকান খোলা আছে একটি। একই অবস্থা মাছের বাজারেও।


বিজ্ঞাপন


ঈদের আগে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পাঙ্গাশ মাছ এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। ইলিশের দর যেন আকাশ ছোঁয়া। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি।

বাজারটিতে পোয়া মাছের কেজি ৪০০ টাকা। ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তুলার ডাডি মাছ। তবে বাজারটিতে অন্য কোনো মাছের দেখা মেলি।

এলাকার শিয়া মসজিদ বাজারে গুঁড়া ও বড় আকারের চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে, সুরমা মাছের কেজি ২৮০ টাকা কেজি, ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৭০০ থেকে ৮০০ টাকা।

ঢাকা উদ্যান বাজারে মাছের দোকান দেখা গেছে দুটি। সরবরাহে ঘাটতির অজুহাতে ট্যাংরা মাছের দাম হাঁকানো হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। মৃগেল মাছের কেজি ২৫০ থেকে ৩০০ টাকা। পাঙ্গাসের কেজি ২২০ টাকা। বাতাসি মাছের কেজি ২৮০ টাকা কেজি।


বিজ্ঞাপন


বাজারভেদে সবজির দামে তারতম্য দেখা গেছে। তবে সব বাজারেই দাম চড়া। একেকটি বাজারে সবজির দোকান খোলা পাওয়া গেছে এক থেকে দুটি করে।

বাজারভেদে কচুর লতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। টমেটোর কেজি ১৮০ থেকে ২০০ টাকা। ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম। কাঁচা মরিচের কেজি ৪০০ থেকে ৫০০ টাকা।

জনতা বাজারের সবজি বিক্রেতা মো. শিপন ঢাকা মেইলকে বলেন, আড়তে সবজি কম। দামও বেশি। তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

শিয়া মসজিদ বাজারের সবজি বিক্রেতা মো. জয়নাল ঢাকা মেইলকে বলেন, কারওয়ান বাজারে সবজি কম। দাম অনেক বেশি। যেমন দামে কিনি, তেমন দামেই বিক্রি করি।

ঈদের তৃতীয় দিনে বাজারে পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, বেগুনের কেজি ৮০ টাকা, ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে কাকরোল। ৪০ টাকার পেঁপে পৌঁছেছে ৬০ টাকায়।

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর