শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০২:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে হত্যার দায়ে তরিকুল ইসলাম তারেক (২৮) নামের এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ জুন) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় দেন।


বিজ্ঞাপন


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামে এবং আজমত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে একই উপজেলার কঞ্চন নগর গ্রামের বাদশা দেওয়ানের মেয়ে বৃষ্টি আক্তারকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেন তরিকুল ইসলাম। বিয়ের পর থেকেই তরিকুল তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিয়ের কিছু দিন পরথেকেই তরিকুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিতেন।

২০২০ সালের ৭ মার্চ সকালে স্বামী-স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তরিকুল ইসলাম গাছের মোটা ডাল দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বৃষ্টি আক্তার। একই দিন বৃষ্টির মা রহিমা বেগম বাদী হয়ে তরিকুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দেন সিংগাইর থানায়। পরে এস আই আলমগীল হোসেন ২০২০ সালের ২৭ জুন আদালতে মামলার চার্জশিট জমা দেন।

আদালতের বিচারক ১২ জন সাক্ষীগ্রণের মাধ্যমে এই রায় প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পি.পি মো. আব্দুস সালাম ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম শহিদ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর