মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় দুবাই প্রবাসী আব্দুল জলিলের (৫২) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) রাত ৯টার দিকে রাজনগরের মহলাল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুবাই প্রবাসী আব্দুল জলিল রাতে মহলাল বাজারে কেনাকাটার জন্য এসেছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/জেবি