আগামী প্রজন্মকে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবং রাস্তায় ছায়া ও বিশুদ্ধ অক্সিজেন পেতে সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার হাইটেক পার্ক রাস্তার ১ কিলোমিটারজুড়ে দু’পাশে ৪ শতাধিক তাল গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজন সোমবার (১২ জুন) দুপুরে তালের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার।
বিজ্ঞাপন
এসময়ে উপস্থিত ছিলেন- কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান, কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ।
প্রতিনিধি/এসএস