শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি বরাদ্দে দুস্থদের জন্য সেলাই মেশিন ও টিউবয়েল বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারের বিরুদ্ধে।

এ বিষয়ে পদক্ষেপ চেয়ে উপজেলা প্রশাসন বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এখন নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। 


বিজ্ঞাপন


জানা যায়, চৌহালী উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন দেওয়ার জন্য নারী উন্নয়ন ফোরামকে ২৯টি সেলাই মেশিন কেনার জন্য ২ লাখ ৬৩ হাজার টাকা ও ২৮টি টিউবয়েল বিতরণের জন্য উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারকে ১ লাখ ৮০ হাজার টাকা এডিপি বরাদ্দ দেওয়া হয়। নারী উন্নয়ন ফোরামের সভাপতিও ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।

সোমবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণকালে ফুটে ওঠে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র। এসব বন্টন করে নেন তার বেশ কয়েকজন স্বজন। বাকি সেলাই মেশিনগুলো পাঁচ হাজার টাকায় বিক্রি ও টিউবয়েলগুলো একইভাবে বিক্রি ও দুস্থদের পরিবর্তে সচ্ছলদের টাকার বিনিময়ে অনিয়ম করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। 

এসময় প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় নারী জাহানারা খাতুনসহ কয়েকজন মহিলারা অভিযোগ করে বলেন, বরাদ্দের তালিকার ১ নম্বরে তার ভাই জাহিদুল ইসলামের স্ত্রী  রওশন আরা, ৯ নম্বর ভাতিজা সেলিমুউর রেজার স্ত্রী সায়মা শিশিরসহ ১০টি শেলাই মেশিন তার স্বজনদের বরাদ্দ দিয়েছেন। এছাড়া আমরা টাকা দিতে না পারায় সেলাই মেশিন দেয়নি মহিলা ভাইস চেয়ারম্যান।

এসব বন্টন করেছেন নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সহ কমিটির কাউকে না অবহিত করেই।


বিজ্ঞাপন


এ ব্যাপারে নারী উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক সালমা খাতুন বলেন, এর আগেও সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হলেও ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার নিজের ইচ্ছেমতো বন্টন করে লুটপাট ও দুর্নীতি করেছেন। আমাকে কিছু জানানো হয় না।

বন্টনে অনিয়ম দুর্নীতি বিষয়ে চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারের কাছে জানতে তার নম্বর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।

বিষয়টি নিয়ে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার বলেন, সেলাই মেশিন বিতরণে অর্থ আদায়ের কোনো বিধান নেই। এর আগেও এরকম অনিয়ম করেছেন ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। তাই পদক্ষেপ নিতে বলব উপজেলা প্রশাসনকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারের মাধ্যমে সরকারি বরাদ্ধে সেলাই মেশিন টিউবয়েল বন্টনে অনিয়মের বিষয়ে আমাকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর