শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ঢাকা

পর্যটন নগরী কক্সবাজারে সেপ্টেম্বরে ট্রেন চালু নিয়ে সংশয়

এম আই খলিল
প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

পর্যটন নগরী কক্সবাজারে সেপ্টেম্বরে ট্রেন চালু নিয়ে সংশয়
ছবি : ঢাকা মেইল

বর্তমান সরকারের শেষ সময়ে আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনযাত্রার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে ওই মাসের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল নিয়ে সন্দিহান খোদ রেলওয়ে পূর্বাঞ্চলসহ সংশ্লিষ্ট অনেকেই। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ মুখ খুলতে রাজি নন।

আর এই সন্দেহের পেছনে তিনটি কারণ দেখছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন কর্ণফুলী নদীর ওপর অবস্থিত শত বছরের পুরনো জরাজীর্ণ কালুরঘাট সেতু। এরপর রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফৌজদারহাট বাইপাস রেলপথ। আর সর্বশেষ কোচ ও ইঞ্জিন সংকট। এছাড়া কক্সবাজার-দোহাজারী রেললাইন প্রকল্পের কাজ এখনো ১৬ ভাগ বাকি, যা সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।


বিজ্ঞাপন


রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য মতে, জরাজীর্ণ কালুরঘাট সেতু দিয়ে বর্তমানে যেসব ট্রেন যায় সেগুলো ১১ দশমিক ৯৬ টন এক্সেল লোডবিশিষ্ট অর্থাৎ ছোট লোকোমোটিভ বা হালকা ওজনের কোচের। এই ট্রেনও চলে মাত্র ১০ কিলোমিটার গতিতে। কিন্তু কক্সবাজারে যেসব ট্রেন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সেসব ট্রেনের ইঞ্জিন ১৫ এক্সেল লোডের। যা চলাচল করা কোনোমতেই সম্ভব নয়।

তবুও জরাজীর্ণ সেতুটি দিয়ে ট্রেন নিয়ে যেতে বুয়েটের কাছে ২৫ এক্সেল লোডের উপযোগী নকশা চেয়েছিল রেলওয়ে। তারই ভিত্তিতে ২০২১ সালের অক্টোবরে বুয়েটের পুরকৌশল বিভাগের পর্যবেক্ষক দল সেতু পরিদর্শন করে জানালিহাট অংশে আবৃত প্রাচীর এবং সুরক্ষা দেওয়ালে ফাটল খুঁজে পায়।

এছাড়া আরও বড় ধরনের ছয়টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এর একটি হলো সেতুর ১ ও ১৫ নম্বর পিলার। যা জাহাজ চলাচলের সময় সংঘর্ষ হলে ভেঙে যেতে পারে। সেতুর গার্ডার, ডেক, অ্যাঙ্গেল, গ্যাসেট প্লেট, রিভেট ও অন্যান্য অংশ ক্ষয়ে গেছে। তাই সেতুটির ভার বহনের ক্ষমতা দিন দিন কমছে। এছাড়া সেতুর ওপরের অংশের অ্যাপ্রোচেও লাইনচ্যুত হওয়ার লক্ষণ দেখতে পান পর্যবেক্ষকেরা।

বুয়েটের প্রতিবেদনে বলা হয়, সেতুতে গার্ডারের ভার বহনকারী ইস্পাতগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর দুই পাশের কাঠের পাটাতন ও লোহার বেষ্টনি ঠিকঠাকমতো আছে কিনা, তা পরীক্ষা করা দরকার। কারণ, এসব যন্ত্রাংশের কাঠামো বেহাল। তবে সেতুর ফাউন্ডেশনে কোনো ত্রুটি পায়নি পর্যবেক্ষক দল।


বিজ্ঞাপন


এ অবস্থায় কালুরঘাট সেতুটি সংস্কারে দরপত্র আহ্বান করে রেলওয়ে পূর্বাঞ্চল। এই সেতু সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে ৫০-৬০ কোটি টাকা। তবে এখনো কাজ শুরু হয়নি। যে কারণে আগামী সেপ্টেম্বরে ট্রেন চালুর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার আগে সংস্কার কাজ শেষ হওয়া নিয়ে সন্দিহান হয়ে উঠেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেন, আমরা দরপত্র যাচাই-বাছাই কাজ শেষ করেই কাজ শুরু করে দিব। প্রাথমিকভাবে ১৫ জুন থেকে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরুর টার্গেট নেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম এ প্রসঙ্গে বলেন, সংস্কার করেও এই সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো যাবে না। সংস্কার করে সেতুটি ট্রেন চলাচলের উপযোগী করা হলেও সর্বোচ্চ এক বছর চলবে এবং তা-ও হবে ঝুঁকিপূর্ণ। সুতরাং মেয়াদোত্তীর্ণ সেতু সংস্কারের এই অর্থ ব্যয় পুরোটাই হবে অপচয়।

এছাড়া ইঞ্জিন সংকটের কারণেও ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল নিয়ে সন্দিহান বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। তারা বলেন, রেলওয়েতে বর্তমানে কোচ ও ইঞ্জিন সংকট চলছে। কোরিয়া থেকে আনা ১০টি ইঞ্জিন রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপে অকেজো পড়ে আছে। কোচ ও ইঞ্জিন সংকটের কারণে কোথাও একটির বেশি ট্রেন চালু করা যাচ্ছে না।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাটে বাইপাস নির্মাণ না হওয়ায় কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। এছাড়া দোহাজারি সেকশনে পুরানো রেলপথ থাকায় ট্রেন চলাচলে ভুগতে হবে। চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত এই সেকশনে ট্রেন চলবে ধীরে। একইভাবে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজার যাওয়ায় মাঝপথে এক থেকে দেড়ঘণ্টা সময়ক্ষেপণ হতে পারে।

প্রকল্পের তথ্য মতে, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের মধ্যে প্রায় ৮৪ কিলোমিটার রেললাইনের কাজ শেষ হয়েছে। কক্সবাজারে আইকনিক স্টেশনে প্লাটফর্ম ও প্যাসেঞ্জার লাউঞ্জ প্রস্তুত করা হয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় এই রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, প্রকল্পের ৮৪ শতাংশ অগ্রগতি হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করছি। সেপ্টেম্বরের আগেই অন্তত ট্রেন চলার মতো কাজ শেষ করতে চাইছি। পরবর্তীতে হয়তো অন্যান্য কাজগুলো করতে পারব। অর্থনৈতিক দিক বিবেচনায় নিলে এ রুটে আরো ট্রেন চালানো সম্ভব। কিন্তু কোচ ও ইঞ্জিন সংকট রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে দুটি সময়সূচির প্রস্তাব রেলভবনে পাঠানো হয়েছে। প্রথম প্রস্তাব- ঢাকা থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে ভোর সাড়ে ৫টায় কক্সবাজার স্টেশনে পৌঁছবে। ফিরতি পথে সকাল ১০টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছবে।

দ্বিতীয় প্রস্তাবে ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৯টায় কক্সবাজার স্টেশনে পৌঁছবে। ফিরতি পথে দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছবে। এই রুটে আপাতত একটি ট্রেন চলাচল করবে। কোরিয়া থেকে সর্বশেষ আনা মিটারগেজ কোচ দিয়ে এই ট্রেনের রেক সাজানো হবে। কোচ ও ইঞ্জিন সংকটের কারণে একটির বেশি ট্রেন চালানোর জন্য এখনই প্রস্তুত নয় রেলওয়ে।

আইকে/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর