বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনী জেলা কমিটির আওতাধীন দাগনভূঞা উপজেলা ও দাগনভূঞা পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ জুন) সংগঠনটির ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক লিটন সাহা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
দাগনভূঞা উপজেলা কমিটিতে অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিককে আহবায়ক ও আশীষ দত্তকে সদস্য সচিব এবং দাগনভূঞা পৌর কমিটিতে রাজেশ মজুমদারকে আহবায়ক ও দিলিপ কুমার দাসকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সূত্রে জানা যায়, ২০১২ সালে নিতাই চরণ দাশকে সভাপতি ও মাস্টার বিজন বিহারী ভৌমিককে সাধারণ সম্পাদক করে দাগনভূঞা উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছিলো। নানা জটিলতায় দীর্ঘ ১২ বছর পর ৩১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহবায়ক কমিটিতে আহবায়ক অ্যাড. রসিক শেখর ভৌমিক, যুগ্ম আহবায়ক বিভূতি ভূষন মজুমদার, শুকলাল ভৌমিক, সমীর কুমার দাস, বাবুল চন্দ্র দাস (মোহনা) ও ডা. নির্মল ভৌমিক। সদস্য সচিব আশীষ দত্ত।
আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন, নিতাই চরণ দাস, মাস্টার বিজন বিহারী ভৌমিক, দিপক শর্মা, বিনোদ বিহারী ভৌমিক, স্বপন চন্দ্র নাথ, অধ্যাপক অজয় দেব, মাস্টার হারাধন চন্দ্র দাস, শুক লব মজুমদার (জায়লস্কর), মাস্টার চন্দন ভৌমিক (রামানন্দপুর), অধ্যাপক খোকন চন্দ্র মজুমদার, হরে কৃষ্ণ দাস (এলিকো), নন্দ লাল রায় (জায়লস্কর), অ্যাড. রনজিত সূত্রধর (সিন্দুরপুর), মাস্টার পলাশ চন্দ্র দাস, প্রেমধন পাল (দুধমুখা), মাস্টার নারায়ন চন্দ্র ভৌমিক (রামনগর), আকাশ ভৌমিক (পূর্ব চন্দ্রপুর), রতন চন্দ্র কুরী (পূর্ব চন্দ্রপুর), সঞ্জয় ভৌমিক (রামনগর), গৌতম দত্ত (রামানন্দপুর), স্বপন চন্দ্র দাস (রাজাপুর), রতন চন্দ্র কুরী (রাজাপুর), যুবরাজ দাস (পূর্ব চন্দ্রপুর), নন্দ লাল মজুমদার (সিন্দুরপুর)।
বিজ্ঞাপন
এদিকে দাগনভূঞা পৌর এলাকায় ২০০৪ সালে মাস্টার গোপাল সাহাকে সভাপতি ও উত্তম কুমার পালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৯ বছর স্থানীয়ভাবে সাংগঠনিক নানা জটিলতার অবসান ঘটিয়ে ২১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্ববায়ক রাজেশ মজুমদার, যুগ্ম আহবায়ক বাবুল চন্দ্র দাস (দাসপাড়া), নিমাই দাস রিটু, মাস্টার চন্দন কুমার দাস। সদস্য সচিব দিলিপ কুমার দাস।
এছাড়াও আহবায়ক কমিটিতে সদস্য রাখা হয়েছে মাস্টার গোপাল সাহা, উত্তম কুমার পাল, বিমল ভৌমিক, মতিলাল দাস, রাখাল চন্দ্র দাস, বিপ্লব বিশ্বাস (শুভেচ্ছা), অ্যাড. বিনোদ বিহারী ভৌমিক (জন্টু), বিপ্লব কুরী, সনজীবন সাহা, সন্তোষ কুরী, বাবুল দাস (আড়ৎ), সমীর সাহা, মাস্টার জয়দেব পাল, মিশু নাথ, হরে কৃষ্ণ দাস, চয়ন সাহা।
প্রতিনিধি/এসএস

