মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

জেলার সিংগাইর উপজেলায় রাকিবুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া চকে শের আলীর জমিতে রোয়া ধান রোপণের সময় ব্জ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার বোলাহাট গ্রামে। তিনি এই গ্রামের মহসিন আলীর ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর ইসলাম বলেন, রাকিবুলের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও নিহত ব্যক্তির পরিবারের কাছে খবর পঠানো হয়েছে বলে জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর