শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

দেবীগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১১:৩৬ পিএম

শেয়ার করুন:

দেবীগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজারে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুন) দুপুরে পরিবেশ অধিদফতর, পঞ্চগড় ও উপজেলা প্রশাসন দেবীগঞ্জ এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার। এ সময় পরিবেশ অধিদফতর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখায় খবরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি দোকানের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৮৪ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মালামাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, দেবীগঞ্জ এর মালখানায় সংরক্ষণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দেবীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার বলেন, অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন রাখায় দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি দোকানের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধঘোষিত পলিথিনের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর