শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডিকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডিকে সংবর্ধনা
ছবি : ঢাকা মেইল

দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেডকে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত করায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফয়জুল ইসলামকে (হিরু) সংবর্ধনা দিয়েছে জেলার সাংবাদিকরা।

বুধবার (৭ জুন) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে সুলতান চা আউটলেটের উদ্বোধন করতে আসলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে এ সংবর্ধনা দেওয়া হয়। 


বিজ্ঞাপন


এসময় এমডি মো. ফয়জুল ইসলামকে শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল লতিফ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। 

এ সময় পঞ্চগড় চা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন। 

গত ৫ জুন ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’ প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো 'জাতীয় চা পুরস্কার ২০২৩' দেওয়া হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে আট ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি ক্যাটাগরিতে ‘গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে সনদ ও স্বর্ণের ক্রেস্ট দেন। 

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল ইসলাম (হিরু) বলেন, আমাদের এই সাফল্য আমরা উৎসর্গ করতে চাই দেশের প্রতিটি চাপ্রেমী মানুষকে। যারা এর পেছনে নিরলস শ্রম দিয়ে নিয়ে গেছে দেশের জাতীয় পর্যায়ে। আপনাদের অনুপ্রেরণা হবে আমাদের সব থেকে বড় হাতিয়ার এবং এগিয়ে চলার উৎস।  


বিজ্ঞাপন


২০১৭ সালের ২৫ এপ্রিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুরে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। একই বছরের ২২ নভেম্বর সুলতান চা ব্যান্ড নামে চা বাজারজাত শুরু করে।

প্রতিনিধি/এইচই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর