শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ৫ প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

রাসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ৫ প্রার্থীকে জরিমানা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের পাঁচ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আচরণবিধি ভেঙে প্রচার-প্রচারণা চালানোর অপরাধে তাদের এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, সোমবার (৫ জুন) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে চার হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

সাবিহা সুলতানা জানান, প্রচার-প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে ৫০০ টাকা, অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের শিবলী রহমানকে ৫০০ টাকা, মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুল ইসলামকে ৩০০ টাকা ও রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি বেশকিছু প্রার্থীকে আচরণবিধির ব্যাপারে সতর্কও করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর