মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলার কাঁঠালিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন হাওলাদার (৩৫) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার বান্দাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আল আমিন পিরোজপুর জেলার পারের হাট এলাকার মৃত মোশারফ হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার বান্দাঘাটা ব্রিজে কাজ করার সময় ভাইব্রেটার মেশিনে বিদ্যুতায়িত হন শ্রমিক আল আমিন হাওলাদার। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর