মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে বালুচাপায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

সিলেটে বালুচাপায় যুবকের মৃত্যু

জেলার গোয়াইনঘাট উপজেলার সারী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় বালুচাপা পড়ে নূর মোহাম্মদ (১৯) নামের যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার এলাকার সারী নদীতে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নূর মোহাম্মদ উপজেলার বাউরভাগ হাওর এলাকার সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নূর মোহাম্মদ মঙ্গলবার সকালে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের করতে নদীতে যায়। কাজ করার একপর্যায়ে পাইপে জ্যাম লেগে গেলে নদী থেকে বালু উঠানোর জন‍্য পানিতে ডুব দিয়ে মেশিনের পাইপ বাঁধতে গেলে, তখন ওপর থেকে বালু ধসে চাপা পড়ে নূর মোহাম্মদ।

সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুচাপায় যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর