জেলার সিংগাইর উপজেলা থেকে ফিরোজা বেগম (৫২) নামের নারী মাদক কারবারিকে লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ শাখার ডিবি পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিজ্ঞাপন
গ্রেফতার আসামির বাড়ি উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের অনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
তিনি আরও বলেন, এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস