শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে আশুগঞ্জ-নবীনগর সড়কের নির্মাণ কাজ 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে আশুগঞ্জ-নবীনগর সড়কের নির্মাণ কাজ 

ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পের নির্মাণ কাজ। প্রকল্পের ব্যয় ও ২ বছর সময় বাড়িয়েও চলতি বছরের ৩০ জুন নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। তবে ইতোমধ্যে এই সড়কটির মেঘনা ও পাগলা নদীর উপর ২টি বড় সেতুসহ মোট ৯টি সেতুর কাজ শেষ হয়েছে। প্রকল্পটির কাজ শেষ করতে দ্বিতীয় দফায় আবারো এক বছর সময় বাড়ানোর প্রস্তাব সংশ্লিস্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কিন্ত এক বছর বাড়ানো সময়ের মধ্যেও ভুমি অধিগ্রহণসহ সড়কের নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ শেষ করতেই কমপক্ষে ৭/৮ মাস সময় লাগতে পারে। তবে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়েছে এলাকাবাসী।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা, তিতাস আর পাগলা নদীর পাড়ের বিচ্ছিন্ন জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। এই উপজেলার সঙ্গে সড়ক পথে জেলা সদর এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের যাতায়াতে দুর্ভোগ লাঘবে আশুগঞ্জ- নবীনগর সড়ক নির্মাণে এলাকাবাসির দাবী দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এবং তৎকালিন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের প্রস্তাবে ২০১৭ সালে এই প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। পরবর্তীতে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে প্রায় ৪২১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২০ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজ ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অনুমোদিত প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্ধ না থাকায় এর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে দুই বছর সময় বাড়ানোসহ প্রকল্প ব্যয় ১৮৫ কোটি বাড়িয়ে মোট প্রায় ৬০৫ কোটি টাকার একটি নতুন সংশোধিত প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিকল্পনা মন্ত্রণালয় দুই বছর সময় বাড়ানোসহ সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেয়। 


বিজ্ঞাপন


নবীনগরের বীরগাও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. জহির রায়হান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সঙ্গে নবীনগর উপজেলার সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই। ফলে নবীনগর এখনও একটি বিচ্ছিন্ন জনপদ। নবীনগর উপজেলা থেকে রাজধানী বা অন্য কোনো শহরে যেতে হলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা অথবা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলা ঘুরে নারায়ণগঞ্জের ভূলতা-ধনবাড়িয়া হয়ে আসতে হয়। উভয় দিকে উপজেলাবাসীকে ৫০ থেকে ৬০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। শুধু তাই নয়, জেলা সদরে আসতে হলেও পাশের কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা ঘুরে আসতে হয়। এতে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, নবীনগর-আশুগঞ্জ সড়ক চালু হলে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক পথে নবীনগর থেকে সরাসরি চলাচল করা যাবে।

স্থানীয়রা বলেন, সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সন্ধ্যার পর ঢাকা থেকে ভৈরব কিংবা আশুগঞ্জে আসলে আর নবীনগর যাওয়া যায় না। আমরা বিচ্ছিন্ন জনপদে বসবাস করি, নৌকায় পারাপার আমাদের ভরসা। এই সড়ক চালু হলে আমরা মূল ভূখন্ডের সাথে সংযুক্ত হতে পারব। এই সড়কটির জন্য আমরা অনেক পিছিয়ে আছি।

আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ব্যবসায়ী মো. ইমরান জানান, ইতোমধ্যে মেঘনা ও পাগলা নদীর উপর বড় ২টি সেতুর কাজ শেষ হয়েছে। আমরা চাই অন্তত এই দুটি সেতুর এপ্রোচ সড়কের কাজ শেষ করে এই সেতু ২টি চালু হোক। তাহলে নদী পারাপার ভোগান্তি অন্তত কিছুটা কমে আসবে।


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া সড়ক  জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ জানান, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে সড়কটির নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধি ও ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্ধসহ মোট ৬০৬ কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই সড়কটির মেঘনা ও পাগলা নদীর উপর ২টি বড় সেতুসহ প্রকল্পের প্রায় ৪৫% ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভুমি অধিগ্রহণ পক্রিয়া শেষ হতে আরো ৭/৮ মাস সময় লাগতে পারে। আগামী শুকনো মৌসুমে দুই উপজেলার জনগণের আকাংক্ষিত এই সড়কটির কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো: রহুল আমিন জানান- আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্ব পাওয়া গেছে। জমির মালিকদের ৪ ধারা নোটিশ দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মৌজা অনুযায়ী জমির মূল্য নির্ধারণ করে যত দ্রুত সম্ভব  ভুমি অধিগ্রহণের কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর