বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

মাদারীপুরের রাজৈরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ বেপারী(৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) বেলা ১ টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত খোরশেদ বেপারী একই এলাকার মৃত সামছু বেপারীর ছেলে।


বিজ্ঞাপন


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে ছেলেকে নিয়ে বাড়ির পাশে খানকায়ে শরীফে যায় খোরশেদ বেপারী।সেখানে গিয়ে তার ছেলে মাইক্রোফোনের তারে জড়িয়ে যায়। এসময় খোরশেদ তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যায়। 

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঁঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর