বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নাবিব ইসলাম আনন্দ (১৭) নামের কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্র জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন তিনি।

পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাবিব মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে রওনা দেয়। পথিমধ্যে বানেশ্বর বাজার এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সকাল ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, নাবিব মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পরই বাড়িতে দুর্ঘটনার খবর আসে। কিন্তু রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, সকালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা গেছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর