পেটের ভেতরে নিয়ে ইয়াবা পাচারের সময় সুজাত আলী (২৩) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থানায় গোবিন্দগুনিয়া ব্রিজ এলাকা থেকে সুজাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সুজাতকে ওষুধ খাইয়ে টয়লেট করিয়ে তার পেট থেকে ১৪৫৭টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২ জুন) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক সুজাত আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের বারেক আলীর ছেলে। সে কক্সবাজার থেকে ইয়াবা বিশেষ প্রক্রিয়ায় পেটের ভেতর নিয়ে কুষ্টিয়ায় আসে।
ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার উপ-পরিদর্শক জামাল মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুরের গোবিন্দগুনিয়া ব্রিজের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজনভাবে সুজাতকে গ্রেফতার করা হয়। কিন্তু আটকের পর তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না।
কিন্তু সুজাতের আচার আচারণ এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এক প্রকার নিশ্চিত হয়ে সুজাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুজাত তার পেটের মধ্যে বিশেষভাবে রাখা ইয়াবা বড়ির কথা স্বীকার করে। এসময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাইয়ে সুজাতকে টয়লেট করালে তার পেটের মধ্যে বিশেষভাবে প্যাকেট করে রাখা ৪৫টি পুটলির মধ্যে ১৪৫৭পিস ইয়াবা বড়ি বের করা করা হয়।
বিজ্ঞাপন
পরে মিরপুর থানায় সুজাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি/এসএস