শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটর মিস্ত্রির

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ০৩:৫৫ এএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটর মিস্ত্রির

আম ভর্তি পিকআপ বিকল হওয়া গাড়ি মেরামত করতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন আব্দুল মিশ্রী (২৫) নামের এক মোটর মিস্ত্রি।

বৃহস্পতিবার (১ জুন) রাত ৯টায় খাগড়াছড়ি সদরের জিরোমাইল ২০ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তির পর চিকিৎসা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মিলে কাভার্ডভ্যান চাপা ব্যক্তিকে উদ্ধার করেন। নিহত আব্দুল মিশ্রী শহরের শব্দমিয়াপাড়ার আব্দুল কাদেরের ছেলে।  


বিজ্ঞাপন


ওসি মো. আরিফুর রহমান বলেন, একজনের মৃতদেহ কাভার্ডভ্যানের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। আহত দুইজনের হাসপাতালে চিকিৎসা চলছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর