শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

শেরপুরে মাদক সেবনের দায়ে শহিদুলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

শেরপুরে মাদক সেবনের দায়ে শহিদুলের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে শহিদুল ইসলামকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ হতে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার খৈলপাড়ায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।


বিজ্ঞাপন


শহিদুল ইসলাম উপজেলা সদরের বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার খৈলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শহিদুল ইসলামকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. জসিম উদ্দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (৫) ধারার অপরাধে মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে শহিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানকালে ঝিনাইগাতী থানা পুলিশ, শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, দেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর