শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

জয়পুরহাটে স্কুলশিক্ষার্থী খুনের ঘটনায় পলাতক আসামি জাফর আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে স্কুলশিক্ষার্থী খুনের ঘটনায় পলাতক আসামি জাফর আটক

জয়পুরহাটে  আব্দুর রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী হত্যার ৪৮ ঘন্টার মধ্যে পলাতক আসামি বাবুর্চি আবু জাফর (২৭) আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার( ১ জুন) দুপুরে দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য যে,গত মঙ্গলবার (৩০ মে) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে শহরের গুলশান মোড় এলাকায় এন এ মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দিওর গ্রামের লুদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আব্দুর রহমান মাদকাসক্ত ছিল। পরিবারের সদস্যরা দুই বছর আগে তাকে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার এন এ মাদকাশক্ত পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে নাশতা নিতে নিচে নামে আব্দুর রহমান। এরপর আধাঘণ্টা পেরিয়ে গেলেও সে নাশতা নিয়ে চারতলায় তার কক্ষে না আসায় সঙ্গে থাকা অন্য ছেলেরা খুঁজতে নিচে নামে। তারা নিচে এসে দেখে আব্দুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর পুনর্বাসনকেন্দ্রের কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ওসি আরও বলেন, ওই পুনর্বাসনকেন্দ্রের এক কিশোর তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পারার পর তাকে ধরতে পুলিশি অভিযান চালানো হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর