শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার 

দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

বহিষ্কৃতরা হলেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নম্বর ওয়র্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম দানু, ১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট সদস্য জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।


বিজ্ঞাপন


পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, বহিষ্কৃতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর