শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বেতাগীতে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কর্মশালা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলার বেতাগীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন।


বিজ্ঞাপন


এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ।

আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক সিকদার, বিবিচিনি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, সরিষামুড়ি ইউনিয়ন চেয়ারম্যান হাসান হাসান শিপন জমাদার, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক দূর্যোধন বালা, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বপন ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা লিখিতভাবে তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ইমাম ও পুরোহিতরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর