মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ঢাকা মেইল

পঞ্চগড়ের বোদা উপজেলায় বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার নগরকুমারী বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ৷ 

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিদিনের বাজার মনিটরিং ও তদারকির অংশ হিসাবে জেলার বোদা উপজেলার নগরকুমারী বাজারে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ ও বেশি দামে পণ্য বিক্রি, মুল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের দায়ের ৭টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


এসময় জেলা মার্কেটিং অফিসার আব্দুল গফুর ও বোদা থানার একটি পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর