রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

বিসিসি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন তিন কাউন্সিলর প্রার্থী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

বিসিসি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন তিন কাউন্সিলর প্রার্থী

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া আরও তিন প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির। উচ্চ আদালতের আদেশের কপি প্রার্থীরা কমিশনে পৌঁছে দিয়েছেন।


বিজ্ঞাপন


প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদ খান মেনন, ২ নম্বর ওয়ার্ডের রইজ আহম্মেদ মান্না ও ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক।

প্রার্থী রাশেদ খান মেনন বলেন, আদালতের কাগজ নির্বাচন কমিশনে জমা দিয়েছি। তারপর নির্বাচন কমিশন আমাকে লাটিম প্রতীক বরাদ্দ দিয়েছেন। এখন থেকে প্রচার-প্রচারণায় নামবো। আশা করি জনগণ আমাকে নির্বাচিত করবে।

এছাড়া ফিরোজ মল্লিক পেয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক এবং রইজ আহম্মেদ মান্না পেয়েছেন ঘুড়ি প্রতীক।

এর আগে, ১৮ মে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৬ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে আপিলে ৬ জনের প্রার্থিতা পুনর্বহাল হয়। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান আরও তিনজন। এতে বর্তমানে মোট প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন।


বিজ্ঞাপন


উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া তিনজনের মধ্যে রইজ আহম্মেদ মান্না কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে নৌকা প্রতীকের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মান্না মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর