ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নে পাখি শিকারের সময় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২৭ মে) বিকেল ৪টায় ওই ইউনিয়নের রান্ধুনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রোববার (২৮ মে) সকালে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কিশোর নয়ন মিয়া (১৩) রান্ধুনিকুড়া গ্রামের বাসিন্দা। তিনি নানাবাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় বৃষ্টিতে ভিজে নয়ন ফাঁদ নিয়ে পাখি শিকার করতে যায়। পরে বজ্রপাতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। তবে নয়নের কোমরের নিচের অংশে পুড়ে যাওয়ার চিহ্ন আছে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নয়নের মা ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন। চাকরি করা অবস্থায় রাজশাহীর রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে নয়নের জন্ম হয়। তবে জন্মের কিছুদিন পর নয়নের বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে নয়ন তার নানাবাড়িতে বসবাস করে আসছিল।
বিজ্ঞাপন
এসআই চন্দন কুমার পাল জানান, শনিবার বিকেলে পাখি শিকারের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটেছে।
টিবি