সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বালিবোঝাই ট্রাক উল্টে নারী নিহত  

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে বালিবোঝাই ট্রাক উল্টে নারী নিহত  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালি বোঝাই ট্রাক উল্টে মোসা. মাসেদা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসেদা বেগম (২৮) সোনাপুর গ্রামের বুদ্ধু আলির স্ত্রীর।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ঢাকা মেইলকে জানান, বালি বোঝই ট্রাকটি পিরোজপুর থেকে বারিক বাজারের দিকে আসছিল। সোনাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পথচারী মাসেদা বেগমের ওপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আরও এক জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছে এলাকাবাসী।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  


বিজ্ঞাপন



টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর