বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

৩ মাস না পেরোতেই ৩ কোটি টাকার রাস্তায় খানাখন্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১১:০৫ এএম

শেয়ার করুন:

৩ মাস না পেরোতেই ৩ কোটি টাকার রাস্তায় খানাখন্দ

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নির্মাণের ৩ মাসের মধ্যেই দেখা গেছে এসব খানাখন্দ।

দুদক হটলাইন অভিযোগ কেন্দ্র ১০৬ পাওয়া এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার (৩ এপ্রিল) এ অভিযোগ অনুসন্ধানে কাটাখালী পৌরসভায় যান দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল।


বিজ্ঞাপন


এসময় রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, তিন কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের তিন মাস না পেরোতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই সড়ক নির্মাণে সাবেক মেয়রের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট রোববার অনুসন্ধানে যায়।

অনুসন্ধানকালে পৌরসভা থেকে রাস্তাটি নির্মাণের নথিপত্র সংগ্রহ করা হয়। পরে দুদক দল কাটাখালী পৌরসভার কাটাখালী-শ্যামপুর সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এছাড়াও রাস্তার মান যাচাইয়ের বিভিন্ন নমুনাও সংগ্রহ করেন। নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর কমিশন অনুসন্ধান প্রতিবেদন দিবে বলেও জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, একদিকে বালুবাহী ট্রাকের দাপট ও অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের ফলে ক্রমেই নষ্ট হতে শুরু করে সড়কটি। তিন মাস না পেরোতেই বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় খানাখন্দ।


বিজ্ঞাপন


জানা যায়, গত বছরের মার্চের দিকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কাটাখালী বাজার থেকে শ্যামপুর বালুঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয়। শ্যামপুর, বাখরাবাজ, দেওয়ানপাড়া, চরপাড়া ও কাটাখালির আশপাশের গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু যান চলাচলের উন্মুক্ত হওয়ার পরপরই সড়কটি বালুবাহী ট্রাকের কব্জায় চলে যায়।

এদিকে, পৌর কর্তৃপক্ষ জানায়, সড়কটিতে বালুবাহী ট্রাক চলায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। পুনরায় রাস্তা সংস্কারের জন্য স্থানীয় সাংসদের মাধ্যমে মন্ত্রনালয়ে আবেদন জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই রাস্তার সংস্কার হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

 

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর