শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুলিশের তাড়া খেয়ে শীতলক্ষ্যায় ঝাঁপ, খোঁজ মিলছে না যুবকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

পুলিশের তাড়া খেয়ে শীতলক্ষ্যায় ঝাঁপ, খোঁজ মিলছে না যুবকের
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পুলিশের তাড়া খেয়ে শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে মামুন হোসেন নামে এক যুবক নিখোঁজ  হয়েছেন। রোববার (৩ এপ্রিল) ইফতারের আগে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা দক্ষিণ জেলেপাড়া এলাকায় এঘটনা ঘটে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে ডুবুরি না থাকায় রাতে অভিযান বন্ধ রাখা হয়। 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মামুন হোসেনকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের একটি দল তাকে তাড়া করলে আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন মামুন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। একপর্যায়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হলে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় তারা।

শ্রীপুর থানার ইন্সপেক্টর তদন্ত মাহফুজ ইমতিয়াজ জানান, মামুনের বিরুদ্ধে থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে গ্রেফতার এড়াতে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন তিনি। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর