সুনামগঞ্জে বিএনপির জনসমাবেশ 

‘ব্যাংক ডাকাতির ঘটনা এখন সরকারের নেতাদের মুখে’

জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
প্রকাশিত: ২৬ মে ২০২৩, ০১:৫৯ পিএম
‘ব্যাংক ডাকাতির ঘটনা এখন সরকারের নেতাদের মুখে’
ছবি : ঢাকা মেইল

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংক ডাকাতির ঘটনা এখন সরকারের নেতাদের মুখেই বেরিয়ে আসছে। এ সরকারের কোনো সফলতা নেই, সব দিকে তারা ব্যর্থ। ভোট চোর সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 

শুক্রবার (২৬ মে) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশ শেষে একটি মিছিল মিছিলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশ দলটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান, জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন 

প্রতিনিধি/এইচই