বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মসজিদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মুয়াজ্জিন নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

ভোলার চরফ্যাশন উপজেলায় মসজিদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. মফিউল্লাহ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব রুস্তম আলী হাওলাদার বাড়ির জামে মসজিদের মধ্যে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মো. মফিউল্লাহ ওই ওয়ার্ডের বাসিন্দা এবং ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই মসজিদে নির্মাণাধীন কাজ চলছিল। এসময় তিনি পানি তোলার জন্য মসজিদে প্রবেশ করে বৈদ্যুতিক মটর পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান।

প্রতিনিধি/এইচই


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub