বরিশালে ১০ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জালসহ দুই জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
গ্রেফতার জেলেরা হলেন—ইউসুফ ফকির ও সুজন ফকির। তারা মুলাদী উপজেলার বাসিন্দা।
বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, বরিশালের বিভিন্ন নদীতে কারেন্ট জাল ব্যবহার ঠেকাতে নৌ-পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। এর অংশ হিসেবে ওই নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ ১৩ হাজার ৮শ মিটার কারেন্ট জাল ও ২৭৮ কেজি মাছ জব্দ করা হয়। এসময় দুই জেলেকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এইচই