শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ০২:২১ পিএম

শেয়ার করুন:

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩

ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি পৃথক অভিযানে এক নারীসহ ৩ মাদক কারবরিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হলেন— খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নুনছড়ি গ্রামের চন্দাক লাল চাকমার সোহেল জোতি চাকমা (৪০), ভোলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে মো. ইসরাফিল অপু (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর বাজার এলাকার ফুল মিয়ার ওরফে আলমগীর কবিরের মেয়ে লিজা আক্তার ওরফে ছবি (২৬)।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বুধবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় ডিবির ফোর্সসহ অভিযান চালিয়ে সোহেল জোতি চাকমা নামে একজনকে গ্রেফতার করে ডিবির এসআই সহিদুল ইসলাম। এসময় তাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, সাভারের মজিদপুর এলাকা থেকে অপর অভিযানে মো. ইসরাফিল অপু ও লিজা আক্তার ওরফে ছবি নামে নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবির এসআই মো. আমিনুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল এসব মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর