মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে অসহায় দরিদ্র পরিবার পেল ৫০টি নলকূপ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মে ২০২৩, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে অসহায় দরিদ্র পরিবার পেল ৫০টি নলকূপ

জেলার রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন, রাজিবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় ও দরিদ্র পরিবারের বিশুদ্ধ পানির জন্য ৫০টি নলকূপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ মে) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশের (সওয়াব) উদ্যোগে নলকূপগুলো দেওয়া হয়।


বিজ্ঞাপন


বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ছক্কু।

এসময় আরও উপস্থিত ছিলেন- সওয়াবের প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন, বায়েজিদ, নুরুল আমিন, লাল মিয়া, মাসুদ, সমাজ সেবাক আমিনুল মাস্টার প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর